Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষতার অভাবে শ্রমিকরা বিদেশে মানবেতর জীবন কাটায় : শিল্পমন্ত্রী


২৯ আগস্ট ২০১৮ ১৮:৫৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নরসিংদী : দক্ষতার অভাবে বাংলাদেশের জনশক্তি অর্থাৎ শ্রমিকরা বিশ্বের বিভিন্ন দেশে মানবেতর জীবনযাপন করে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বুধবার (২৯ আগস্ট) দুপুরে নরসিংদীর ঘোড়াশাল সার কারখানায় একটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। প্রকল্পটি কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেসি (কোইকা) এর সহযোগিতায় রাষ্ট্রায়ত্ব প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিকেল ইন্ডাস্ট্রিজ (টিআইসিআই)’ এর আধুনিকায়ন ও শক্তিশালীকরণ বিষয়ে।

আমির হোসেন আমু বলেন, দেশে ১৭ কোটি জনসংখ্যার বিপরীতে দক্ষ জনশক্তির অভাব রয়েছে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দক্ষ জনশক্তির প্রয়োজন। বর্তমান সরকার দক্ষ জনশক্তি সৃষ্টি ও রপ্তানির প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এজন্য সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান প্রশিক্ষণ দিচ্ছে বলেও জানান মন্ত্রী।

বিসিআইসি’র চেয়ারম্যান মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হু কাং ইল, কোইকা’র কান্ট্রি ডিরেক্টর জো হায়ুন গু শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আব্দুল হালিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএমএন

আমির হোসেন আমু জনশক্তি

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর