Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অক্টোবরে অন্তর্বর্তীকালীন সরকার: মুহিত


২৯ আগস্ট ২০১৮ ১৯:০৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আগামী অক্টোবরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, ‘আমরা ধারণা, অক্টোবরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে পারে। ডিসেম্বরে নির্বাচন। এর তিন মাস আগে অর্ন্তবর্তীকালীন সরকার গঠন তো করতেই হয়।

বুধবার (২৯ আগস্ট) বিকেলে সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারে কতজন সদস্য থাকতে পারে— উপস্থিত সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘নো আইডিয়া। তবে অক্টোবরে অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে।’ সরকারে তিনি আর কতদিন আছেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকারেও আমি থাকব।’

নির্বাচনের আগে সরকারি চাকরিজীবীদের অবসরের বয়সসীমায় কোনো পরিবর্তন আসবে না জানিয়ে আবদুল মুহিত বলেন, ‘সরকারি চাকরিজীবীদের অবসরের বয়স বাড়ানোর পরিকল্পনা আমার ছিল। আমি প্রস্তাবও দিয়েছিলাম। কিন্তু সেটার বাস্তবায়ন হয়নি। আমার মনে হয় না নির্বাচনের আগে এটাতে কোনো পরিবর্তন আসবে।’

যেকোনো বয়সেই চুক্তিতে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার বিধান থাকার পক্ষে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আমার মতে চাকরি হওয়া উচিত কন্ট্রাক্ট বেসিসে (চুক্তিভিত্তিক)। এভরিওয়ান শুড বি গিভেন আ জব ফর টেন ইয়ার্স, ফিফটিন ইয়ার্স, অ্যানি বয়সে (যেকোনো বয়সের যে কাউকেই ১০ বছর বা ১৫ বছরের জন্য নিয়োগ দেওয়া উচিত)।’

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘নিউইর্য়কে মামলা করতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচ/টিআর

অন্তর্বর্তীকালীন সরকার অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আবুল মাল আবদুল মুহিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর