Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় বিএনপি-জামায়াত নেতা-কর্মীসহ গ্রেপ্তার ১১০


২৯ আগস্ট ২০১৮ ১৯:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সাতক্ষীরা : সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৪২ নেতাকর্মী ও ৬ মাদক মামলার আসামিসহ ১১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ আগস্ট) সন্ধ্যা থেকে বুধবার (২৯ আগস্ট) সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ১১০ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয়েছে, চারটি ককটেলসহ বেশকিছু মাদক দ্রব্য। এ সময় তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে ১০টি মামলা।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৫ জন, কলারোয়া থানা থেকে ২০ জন, তালা থানা থেকে ১৪ জন, কালিগঞ্জ থানা থেকে ১০ জন, শ্যামনগর থানা থেকে ১৭ জন, আশাশুনি থানা থেকে ১২ জন, দেবহাটা থানা থেকে ১১ জন ও পাটকেলঘাটা থানা থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, গ্রেপ্তার ১১০ জনের বিরুদ্ধেই নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

সারাবাংলা/এসএমএন

 

গ্রেপ্তার সাতক্ষীরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর