Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাস থেকে ফেলে যুবক ‘হত্যা’: চালক-সহকারীর ফাঁসির দাবি


২৯ আগস্ট ২০১৮ ১৯:২৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বাস থেকে ফেলে রেজাউল করিম রনি নামে এক যুবককে হত্যার অভিযোগে মানববন্ধন করেছে নিহতের বন্ধু, স্বজন ও এলাকাবাসী। মানববন্ধন থেকে বাসের চালক ও সহকারীর ফাঁসির দাবিও করেছেন তারা।

বুধবার (২৯ আগস্ট) নগরীর জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে নিহতের বন্ধু আয়কর আইনজীবী আলী মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, আমাদের বন্ধু রনির মৃত্যু নিছক দুর্ঘটনায় হয়নি। তাকে ধাক্কা মেরে ফেলে বুকের ওপর বাসচাপা দেওয়া হয়েছে। এটি সুস্পষ্ট হত্যাকাণ্ড। আমরা এই হত্যাকাণ্ড কোনোভাবে মেনে নিতে পারি না।

নিহতের আরেক বন্ধু রেজাউল করিম রুবেল বলেন, আমরা মন্ত্রী-সরকার কারও পদত্যাগ দাবির জন্য রাস্তায় দাঁড়াইনি। আমরা শুধু বাসের চালক ও সহকারীর গ্রেফতার চাই। তাদের ফাঁসির দাবি করছি। আমরা তাদের কাছে জানতে চাই- আর কত প্রাণ কেড়ে নিলে তারা শান্ত হবে।

মানববন্ধনে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর জাবেদ নজরুল ইসলাম, নিহতের বন্ধু আইনজীবী জাফর ইকবাল বক্তব্য রাখেন।

অন্যদিকে নগরীর সিটি গেইট এলাকায় মানববন্ধন করে বাসের চালক ও সহকারীর বিচার দাবি করেন নিহতের স্বজন ও এলাকার লোকজন।

গত ২৭ আগস্ট দুপুরে নগরীর সিটি গেটের অদূরে গ্ল্যাক্সো কারখানার সামনে চলন্ত বাস থেকে পড়ে রেজাউল করিম রনি মারা যান। ভাড়া নিয়ে ঝগড়ার পর বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে রনিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠে বাসচালক ও সহকারীর বিরুদ্ধে।

এ ঘটনার পরপর স্থানীয়রা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পুলিশ বাসটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে যায়।

বিজ্ঞাপন

২৮ আগস্ট রাতে আকবর শাহ থানায় নিহত রনির মামা আব্দুর রহমান বাদি হয়ে বাস চালক দিদারুল আলম ও সহকারী মো. মানিককে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

বাসচালক ও সহকারি এখনও পলাতক আছেন।

সারাবাংলা/আরডি/এমআই

বাস থেকে ফেলে মৃত্যু রেজাউল করিম রনি

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর