Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শনিবার ঢাবিতে ৭ মার্চ ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 


৩০ আগস্ট ২০১৮ ১৪:৫৮ | আপডেট: ৩০ আগস্ট ২০১৮ ১৭:৫৬

।। ঢাবি করেসপন্ডেন্ট ।। 

ঢাকা: আগামী ১ সেপ্টেম্বর শনিবার বেলা সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে স্মরণীয় করে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের ছাত্রীদের জন্য নবনির্মিত ৭ মার্চ ভবন উদ্বোধন করবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী দুপুর ২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। ৭ মার্চ ভবন উদ্বোধন এবং প্রধানমন্ত্রীর আগমনকে আনন্দঘন করতে বিশ্ববিদ্যালয় জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রোকেয়া হলসহ পুরো বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় ও রোকেয়া হল প্রশাসন।

এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার নেওয়া  নিরাপত্তা ব্যবস্থার কারণে তার অবস্থানকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বসাধারণ ও সংশ্লিষ্টদের স্বাভাবিক চলাচল ব্যাহত হতে পারে। এক্ষেত্রে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য সকলকে পরামর্শ দেওয়া হয়েছে। ক্যাম্পাসে চলাচলকারীদের সাময়িক অসুবিধার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী সারাবংলা’কে বলেন, প্রধানমন্ত্রী আসবেন। আমরা সকলের সহযোগিতা চাই।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার পথে সচিবালয় থেকে রোকেয়া হল সড়ক পর্যন্ত আল্পনা আঁকার কথা জানিয়েছে ছাত্রলীগ নেতৃত্বাধীন সম্মিলিত ছাত্র সংসদ।

৩১ আগস্ট সারাদিনব্যাপী এই আল্পনা আঁকা হবে।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়েছে।

সারাবাংলা/কেকে/জেডএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর