নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জম্মু-কাশ্মীরে নিহত ২
৩০ আগস্ট ২০১৮ ১৫:১৬
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
ভারতের জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার(৩০ আগস্ট) বান্দিপোরা জেলায় এ ঘটনা ঘটে বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়।
পুলিশের বরাতে বলা হয়, হাজিন পারা নামক এলাকায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর একটি টহল দলের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা জবাব দিলে দু পক্ষের বন্দুক-যুদ্ধ শুরু হয়।
ঘটনাস্থলের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অভিযান এখনও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ঐ এলাকায় এখনো কয়েকজন সন্ত্রাসী আত্মগোপন করে আছে।
কাশ্মিরের এসপি পানি বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হাজিন পারা এলাকায় অনুসন্ধান চালানো হচ্ছিলো। পুলিশের ওপর সন্ত্রাসীরা প্রথমে হামলা চালায়। অভিযানে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।
সারাবাংলা/এনএইচ
আরও পড়ুন:
ভূস্বর্গে কেন্দ্রের শাসন, সংকট চরমে