Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যৌনকর্মী নির্যা‌তনের পরিমাণ বেড়েছে


২৯ নভেম্বর ২০১৭ ০৮:৩৫

সারাবাংলা প্রত‌ি‌বেদক

ঢাকা:২০১৬ সা‌লে দে‌শে অবস্থানরত প্রা‌ন্তিক জনগোষ্ঠীর মানু‌ষের ম‌ধ্যে যৌনকর্মীরাই দে‌শে সব‌চে‌য়ে  বে‌শি নির্যা‌তিত হ‌য়ে‌ছেন এবং সব‌চে‌য়ে কম নির্যা‌তিত হ‌য়ে‌ছেন ধর্মীয় সংখ্যালঘুরা। এমন তথ্য

উ‌ঠে এ‌সে‌ছে মানুষের জন্য ফাউ‌ন্ডেশ‌নের আ‌য়ো‌জিত একটা বই‌য়ের মোড়ক উ‌ন্মোচন অনুষ্ঠা‌নে।

 

বুধবার দুপু‌রে রাজধানীর জাতীয় প্রেসক্লা‌বের ভিআইপি লাউ‌ঞ্জে মানু‌ষের জন্য ফাউ‌ন্ডেশন আ‌য়ো‌জিত ‘স্টেট অব দ্যা মা‌র্জিনালাইজড ইন বাংলা‌দেশ ২০১৬: এক্স‌পিয়া‌রেন্স অব এক্সক্লুশন এণ্ড রাইটস ভা‌য়ো‌লেশন’ শীর্ষক বই‌য়ের মোড়ক উ‌ন্মোচন অনুষ্ঠা‌নের সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এই তথ্য   প্রকা‌শিত হয়।

 

সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, দে‌শের বসবাসরত প্রা‌ন্তিক জন‌গোষ্ঠীর মানু‌ষের ম‌ধ্যে প্রায় ৬০ শতাংশ মানুষ ২০১৬ সা‌লে গড়ে দুইবা‌রেরও বে‌শি বি‌ভিন্ন ধর‌ণের স‌হিংসতার শিকার হ‌য়ে‌ছেন। প্রা‌ন্তিক জন‌গোষ্ঠীর ম‌ধ্যে প্রায় ৩৩.৯ শতাংশ প‌রিবা‌রের সদস্যরা শা‌রী‌রিকভা‌বে নির্যাত‌নের শিকার হন। এর ম‌ধ্যে সব‌চে‌য়ে বে‌শি নির্যা‌তিত হন যৌনকর্মীরা। এলাকার মূল ধারার মানু‌ষ‌দের দ্বারা প্রা‌ন্তিক জন‌গোষ্ঠীর মান‌ষিকভা‌বে নির্যাত‌নের হওয়ার হার শতকরা ৩২.৩ ভা‌গেরও বে‌শি।

 

মানু‌ষের জন্য ফাউ‌ন্ডেশ‌নের নির্বা‌হী প‌রিচালক শাহীন আনামের প‌রিচালনায় অনুষ্ঠা‌নে আ‌রো উপ‌স্থিত ছি‌লেন, বাংলা‌দেশ মানবা‌ধিকার ক‌মিশ‌নের সা‌বেক চেয়ারম্যান মিজানুর রহমান খান, মানবা‌ধিকার সংগঠক সুলতানা কামাল, জাতীয় প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক ফ‌রিদা ইয়াস‌মিন প্রমুখ।

বিজ্ঞাপন

 

সারাবাংলা ডট‌নেট/ এম এম এইচ/ আরসি / নভেম্বর ২৯, ২০১৭

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর