Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইভিএম কেনায় ইসির তাড়াহুড়া সন্দেহজনক: যুক্তফ্রন্ট


৩০ আগস্ট ২০১৮ ১৯:১২

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: যুক্তফ্রন্ট নেতারা ইভিএম কেনা এবং নির্বাচনে তা ব্যবহার না করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (৩০ আগস্ট) গণমাধ্যমে দেওয়া এক যুক্ত বিবৃতিতে তারা এই আহ্বান জানান।

বিবৃতিতে নেতারা বলেন, ‘নির্বাচন কমিশন ইভিএম কেনার ব্যাপারে তাড়াহুড়া শুরু করেছে, এতে জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে। সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত খবরে জানা যায়, ভারতে বিরোধী দল ইভিএম এ ভোট দিতে অস্বীকৃতি জানিয়েছে। আমেরিকা, হল্যান্ডসহ পৃথিবীর বহু দেশে ইভিএম ব্যবহার বাতিল করা হয়েছে।’

বিবৃতি দেওয়া নেতারা হলেন-যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

যুক্তফ্রন্ট নেতারা বলেন, ‘ইভিএম এ যান্ত্রিক দুর্বলতার সুযোগে ভোট নিয়ে আনায়াসে কারচুপি করা যায় বলেই বিভিন্ন দেশ এটা বাতিল করেছে। আমরা যুক্তফ্রন্টের তরফ থেকে বিপুল পরিমাণ টাকা খরচ করে ইভিএম সংগ্রহ করা এবং নির্বাচনে তা ব্যবহার না করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।’

সারাবাংলা/এইচজে/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর