Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়কে শৃঙ্খলা আনতে অভিযানে বিআরটিএ


৩০ আগস্ট ২০১৮ ১৯:০২

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: শিক্ষার্থীদের আন্দোলনের পর চট্টগ্রাম নগরীতে সড়ক পরিবহনে শৃঙ্খলা আনতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযান শুরু করেছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) অভিযান শুরুর প্রথমদিনে নগরীর টাইগারপাস মোড়ে যানবাহনের কাগজপত্র তল্লাশি করা হয়।

বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মঞ্জুরুল হক সারাবাংলাকে জানান, প্রথমদিনের অভিযানে একশ’রও বেশি গাড়ির কাগজপত্র পরীক্ষা করা হয়।

সঠিক কাগজপত্র না থাকায় ৭৬টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিভিন্ন গাড়ি থেকে ৯৮ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ফিটনেস না থাকায় দুইটি বাস ও একটি হিউম্যান হলার জব্দ করা হয়েছে।

সারাবাংলা/আরডি/একে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর