Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালোবাসার ঝিরঝির


৩১ আগস্ট ২০১৮ ১০:৩৯

।।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

যখন দিন খুব খারাপ যায়, অসহ্য লাগে। মনে হয় সব ভেঙ্গে বেড়িয়ে আসি, তখন কেউ যদি একবার নরম গলায় নামটাও ধরে ডাকে তখন কতই না শান্তি লাগে। মনে হয় যেন, নাহ এ দুনিয়া নেহায়েত খারাপ জায়গা না। কেউ তো আছে আমাকে ভালোবাসার  জন্য।

আজ একে তো শুক্রবার তার উপরে ঝিরঝিরে বৃষ্টি। এরচেয়ে আনন্দের কী হতে পারে?

তবে আবহাওয়ার পূর্বাভাস দেখে যা বোঝা যাচ্ছে। এই বৃষ্টি খুব যে আরামদায়ক হবে তা না। বাতাসের আর্দ্রতা খুব বেশি। গরম থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো অনুভূত হবে।

যাক শুক্রবারটা আরামে কাটুক। খুব আনন্দ হোক আজ।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর