উত্তর কোরিয়ায় দূত পাঠাবে দক্ষিণ কোরিয়া
৩১ আগস্ট ২০১৮ ১৯:৩০
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডন্টে মুন জায়ে ইন আগামী সপ্তাহে উত্তর কোরিয়ায় বিশেষ দূত পাঠাবেন। সেপ্টেম্বরে দুই নেতার সম্ভাব্য বৈঠক, পরমাণু অস্ত্র নিরোধ ইত্যাদি বিষয় দূতের সফরে প্রাধান্য পাবে। শুক্রবার(৩১ আগস্ট) দেশটির সরকারি দপ্তর একথা জানায়। খবর দ্য নিউইয়র্ক পোস্ট।
তবে, বুধবার(৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য সেই সফরে কে থাকছেন তা এখনও নিশ্চিত নয়।
পারমাণবিক অস্ত্র বর্জনে উত্তর কোরিয়া কথা রাখছেন না ও খুব মন্থর গতিতে পদক্ষেপ নিচ্ছে বলে দেশটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এরমধ্যেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে বৈঠকে দক্ষিণ কোরিয়ার নেতার বৈঠকের আগ্রহ প্রকাশ পেল। তৃতীয়বারের মতো মুন ও কিম পিয়ংইয়ং এ মিলিত হবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, কিছুদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উত্তর কোরিয়া সফর বাতিল করেন ডোনাল্ড ট্রাম্প। কারণ হিসেবে কিমের সাথে হওয়া পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির অগ্রগতি হচ্ছে না বলে উল্লেখ করেন তিনি। একইসাথে চীন উত্তর কোরিয়াকে বাণিজ্যিকভাবে চাপে রাখছে বলে ট্রাম্প মন্তব্য করেন। তিনি বলেন, চুক্তি কার্যকরে এটি সহায়ক নয়।
সারাবাংলা/এনএইচ
আরও পড়ুন:
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উত্তর কোরিয়া সফর বাতিল