Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রী আমাকে কাজ চালিয়ে যেতে বলেছেন : আ‌তিকুল


৩০ ডিসেম্বর ২০১৭ ২১:০৬

সারাবাংলা প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে মেয়র প্রার্থী হিসেবে কাজ করে যাওয়ার অনুমতি পেয়েছেন জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ফিরে শনিবার দুপুর ৩টার দিকে এ কথা জানান আতিকুল।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে আতিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘আমি ডিএনসিসি উপ-নির্বাচনে নির্বাচনী এলাকায় বিভিন্ন জায়গায় গণসংযোগ ও মতবিনিময় করছি তা নেত্রীকে অবহিত করতে গিয়েছিলাম। নেত্রী আমাকে কাজ চালিয়ে যেতে বলেছেন। তবে মনোনয়নের বিষয়ে কোনো কথা হয়নি। আমি নেত্রীকে বলেছি আমি মনোনয়ন প্রত্যাশী।’

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদে প্রার্থী দেওয়ার আগে আওয়ামী লীগ জনমত যাচাই করছে বলে মঙ্গলবার মন্তব্য করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সে সময় তিনি বলেছিলেন, ‘ঢাকা উত্তরের মেয়র পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কে হবেন— তফসিল ঘোষণার পরই তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আমাদের নেত্রী (শেখ হাসিনা) হয়তো কাউকে কাজ করতে বলতে পারেন।’

ওবায়দুল কাদের সে সময় আরও বলেছিলেন, ‘বাজারটা পরীক্ষা করে দেখা, তাকে ঘিরে মানুষের আশা-আকাঙ্ক্ষাটা কেমন, প্রত্যাশাটা কেমন, নমিনেশন ঘিরে সে নিজেকে কতটুকু একমোডেট করতে পারছে।’

আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তরের মেয়র পদে ২৮ ফেব্রুয়ারির মধ্যে উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে ইসির। প্রার্থী হতে আগ্রহী অনেকেরই ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএমএইচ/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর