Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক নদীর হত্যাকারীদের শাস্তি দাবিতে খুলনায় মানববন্ধন


৩১ আগস্ট ২০১৮ ১৯:৩৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

খুলনা: আনন্দ টেলিভিশনের পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন খুলনা সাংবাদিকরা।

শুক্রবার (৩১ আগস্ট) দুপুরে খুলনা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শেখ দিদারুল আলম। পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না।

মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহ আলম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সুনীল দাস, দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দী, এনটিভি’র খুলনা ব্যুরো প্রধান আবু তৈয়ব মুন্সী, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু, সুবীর কুমার রায়, ৭১ টেলিভিশনের খুলনা প্রতিনিধি রকিব উদ্দিন পান্নু, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. হেদায়েৎ হোসেন মোল্লা, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার এনামুল হক, অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডি’র খুলনা ব্যুরো চিফ মুহাম্মদ নূরুজ্জামান, দৈনিক প্রবাহের সিনিয়র রিপোর্টার ওহেদ উজ্জামান বুলু, একুশে টিভির খুলনা প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিযয়েশন খুলনা জেলা শাখার সভাপতি বাপ্পি খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবীর, এশিয়ান টিভির খুলনা প্রতিনিধি বাবুল আক্তার, আর টিভির খুলনা প্রতিনিধি মনিরুজ্জামান, আনন্দ টিভির খুলনা প্রতিনিধি আমজাদ হোসেন লিটন, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রকিবুল ইসলাম মতি, দৈনিক তথ্যের স্টাফ রিপোর্টার এস এম ফরিদ রানা, দৈনিক সময়ের খবরের নিজস্ব প্রতিবেদক আশরাফুল ইসলাম নূর, আল মাহমুদ প্রিন্স, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের ফটো সাংবাদিক আব্দুল মালেক, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার মো. নাজমুল ইসলাম, দৈনিক অনির্বানের স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম সবুজ, দৈনিক তথ্যের স্টাফ রিপোর্টার মোসলেহ উদ্দিন, বেল্লাল হোসেন সজল, ফটো সাংবাদিক জিকু আলম, এনটিভি’র ক্যামেরা পারসন আজিজুল ইসলাম, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের ফটো সাংবাদিক বাহা উদ্দিন বাহার, ওয়ার্কার্স পার্টি খুলনার সম্পাদক মণ্ডলির সদস্য মফিদুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার সংস্থা খুলনা শাখার সমন্বয়ক অ্যাডভোকেট মমিনুল ইসলাম, নিরাপদ সড়ক চাই খুলনার সাধারণ সম্পাদক এসএম ইকবাল হোসেন। খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হালদার, খুলনা উন্নয়ন ফোরামের মহাসচিব এম এ কাশেম, এ হোসেন এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক শেখ মেরাজ হোসেন, কণ্ঠ একাত্তরের সাইমুম মোরশেদ ও আওয়াল শেখ।

বিজ্ঞাপন

বক্তারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

সারাবাংলা/এটি

মায়ের কাছে হামলাকারীদের পরিচয় জানিয়েছিলেন সাংবাদিক নদী

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর