Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে শুরু হচ্ছে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন


৩১ আগস্ট ২০১৮ ২০:১৬

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘রোহিঙ্গা: পলিটিকস, এথনিক ক্লিনজিং অ্যান্ড আনসারটেইনিটি’ শীর্ষক দু’দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের উদ্যোগে আগামীকাল শনিবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সম্মেলন শুরু হবে।

সম্মেলনে ২১টি সেশনে ৭২টি প্রবন্ধ উপস্থাপন করবেন অর্ধশত গবেষক, শিক্ষক, আইনজীবী ও শিক্ষার্থীরা। শুক্রবার (৩১ আগস্ট) বিকালে ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান। সম্মেলনে রোহিঙ্গা সমস্যা কেন্দ্রিক ভূ-রাজনীতি, নৃ-গোষ্ঠীর উপর নির্যাতন, রোহিঙ্গা জাতির ঐতিহাসিক প্রেক্ষিত, বাংলাদেশের প্রেক্ষাপটে নিরাপত্তাজনিত সমস্যা, পরিবেশ-প্রকৃতির উপর প্রভাব, নারী ও শিশু বিষয়ক সমস্যা, রোহিঙ্গা সংকট সমাধানে গণমাধ্যমের ভূমিকা, অপরাধ ও রোহিঙ্গা সমস্যাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ সম্মেলন উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইউনিভার্সিটি অব হংকং-এর সহযোগী অধ্যাপক মিজ কেলি লপার।

সম্মেলনের দ্বিতীয় দিন রবিবার বিকাল ৩টায় সমাপণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন- পররাষ্ট্র  সচিব মো. শহীদুল হক। এতে আরও উপস্থিত থাকবেন ঢাবির জাপান স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর ডেপুটি রিপ্রেজেন্টেটিভ পাপা কিসমা সিলা।

বিজ্ঞাপন

সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, নেপাল ও ব্রুনাইয়ের প্রতিনিধিরা অংশ নেবেন।

সারাবাংলা/কেকে/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর