Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের নাগাল্যান্ডে বন্যায় ১২ জনের মৃত্যু


৩১ আগস্ট ২০১৮ ২২:৩৮

।। শুভজিৎ পুততুন্ড ।।

কলকাতা থেকে: ভারতের নাগাল্যান্ড রাজ্যে বিগত কয়েকদিনের বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত ১২ জনের প্রাণহানি ঘটেছে। ঘর ছেড়ে স্থানীয় ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন কয়েক হাজার মানুষ। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থা।

ভারতের কেন্দ্রীয় সরকার নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে। বন্যায় আক্রান্তদের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বৃহস্পতিবার(৩০ আগস্ট) নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিয়োর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

বন্যাদুর্গতদের উদ্ধার ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে পাঠানো হয়েছে।

রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বন্যা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে। বেশকিছু জেলায় বন্যার পানি কিছুটা হলেও কমতে শুরু করেছে।

সারাবাংলা/এনএইচ

নাগাল্যান্ড বন্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর