Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায় করেই ছাড়বো: বদরুদ্দোজা চৌধুরী


৩১ আগস্ট ২০১৮ ২২:৪৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করেই ছাড়বো। অসাংবিধানিক সরকার আসতে চাইলে তা আমরা রুখে দাঁড়াবো।’

শুক্রবার (৩১ আগস্ট) সন্ধ্যায় বিকল্পধারা বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে দলের কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিকল্পধারা ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মাহবুব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তৃব্য রাখেন- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক প্রমুখ।

বি. চৌধুরী বলেন, ‘নির্বাচনের আগে সংসদ এবং প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভা ভেঙে দিতেই হবে। নির্বাচনের এক মাস আগে এবং নির্বাচনের ৭/১০দিন সেনাবাহিনী মোতায়েন করতে হবে। ইভিএম দিয়ে কোনো ভোট গ্রহণ চলবে না।’

আমরা কোনো স্বৈরাচারি সরকার প্রতিষ্ঠা হতে দেবো না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ভারসাম্যের রাজনীতি প্রতিষ্ঠা করবো। সংখ্যাগরিষ্ঠতার জোরে কোনো দল যেন দেশ শাসন করতে না পারে। মুক্তিযুদ্ধের বিরোধী ছাড়া যুক্তফ্রন্ট সবরাজনৈতিক দলের বৃহত্তর ঐক্য কামনা করে। আমরা বোমা মারা বা আগুন লাগানোর রাজনীতি চাই না।’

বিজ্ঞাপন

যুক্তফ্রন্টর চেয়্যারম্যান বলেন, ‘আমরা ছাত্র, শিক্ষক, যুব সমাজ, শ্রমিক, কৃষক সবাইকে ঐক্যবদ্ধ করে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে চাই। দেশে অগণতান্ত্রিক বা অসাংবিধানিক বা কোনো ষড়যন্ত্রের সরকার আসতে চাইলে আমরা রুখে দাঁড়াবো।’

বি. চৌধুরী আরও বলেন, ‘আমরা বিকল্পধারার সহযোগী সংগঠন প্রজন্ম বাংলাদেশ-এর যুবকদের নিয়ে প্ল্যান বি কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করবো। আমরা যুবকদের নিয়ে মাঠে নামবো।’

আ স ম রব বলেন, ‘শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে আমরা কোনো নির্বাচনে যাবো না। যুক্তফ্রন্ট নির্বাচিত হলে সব দলকে নিয়ে সরকার গঠন করবে। জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হবে।’

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘মোটামুটি ভোট হলেও বহু আওয়ামী লীগ প্রার্থীর জামানত বাতিল হবে।’

সারাবাংলা/এএইচএইচ/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর