Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ট্রাকের ধাক্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু


১ সেপ্টেম্বর ২০১৮ ০৯:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর শ্যামপুর পোস্তগোলা ব্রিজের উপরে ট্রাকের ধাক্কায় মোস্তাফিজুর রহমান সোহাগ (২৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সে শান্তা মরিয়ম বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা করত।

শুক্রবার (৩১ আগস্ট) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোহাগের বন্ধু শুভ সরকার জানান, গেন্ডারিয়া এলাকায় সোহাগের বাসা। কেরানীগঞ্জ হাসনাবাদ থেকে বন্ধুদের সঙ্গে দেখা করে মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন সোহাগ। পোস্তগোলা ব্রিজের উপরে আসলে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় সোহাগ। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে, চালক পলাতক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সারাবাংলা/এসএসআর/এমএইচ

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর