Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রক্তের বিনিময়ে সরকার হটাতে চান আ স ম রব


১ সেপ্টেম্বর ২০১৮ ১২:৪৩

বক্তব্য রাখছেন রব

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা : গোলটেবিল-সমাবেশ করে দাবি আদায় হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, ‘রক্ত দিতে হবে, মাঠে নামতে হবে এরপর সরকারকে হটাতে হবে।’

শনিবার (১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জেএসডি আয়োজিত ‘গণতন্ত্র, ন্যায়বিচার : প্রেক্ষিত ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনার শুরুতে দলটির প্রধান এ সব কথা বলেন।

আবদুর রব বলেন, ‘এই নির্বাচন কমিশনের অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। প্রথমে হবে সরকার হটানোর, দাবি আদায়ের আন্দোলন। এরপর হবে বাংলার মাটিতে নির্বাচন। তার আগে বাংলার মাটিতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।’

জেএসডির প্রধান বলেন, ‘আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করে জনগণের সরকার কায়েম করা হবে। সে সরকার হবে যুক্তফ্রন্ট নেতৃত্বাধীন সরকার। ওই সরকার সবসময় জবাবদিহিতার ভেতরে থাকবে। জবাব দিতে না পারলে সরকার তাৎক্ষণিকভাবে ক্ষমতা ছেড়ে চলে যাবে।’

বক্তব্যকালে বর্তমান সরকারের সমালোচনা করেন আ স ম আবদুর রব।

তিনি বলেন, ‘এ সরকার রাষ্ট্রকে অকার্যকর করেছে। রাষ্ট্র এখন দেউলিয়া হওয়ার পথে। মুক্তিযুদ্ধের কথা বলে দুর্নীতি-অত্যাচার করা হচ্ছে। স্বাধীনতার পর জাতীয় ঐক্যের সরকার প্রতিষ্ঠিত হলে এ অবস্থা হতো না। আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। দেশের প্রতিটি মন্ত্রণালয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে এ সরকার। দেশে আইনের শাসন নেই।’

‘প্রধান বিচারপতিকে যেভাবে লাঞ্ছিত করে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাতেই প্রমাণ মেলে যে দেশে আইনের শাসন নেই। আইনশৃঙ্খলা বাহিনী সরকারের অঙ্গ সংগঠনে রূপান্তরিত হয়েছে’ বলেন রব।

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘মান্নার বাসায় ডিবি (গোয়েন্দা পুলিশ) গিয়েছে। আমি জানি না। আজকে হুঁশিয়ার করে দিলাম, আমাদের কোনো নেতাকর্মীর বাসায় যদি পোশাকে বা সিভিলে পুলিশ পাঠানো হয় বা গায়ে হাত দেওয়া হয় তাহলে ছেড়ে দেবো না। আমরা অস্ত্র চালানোর লোক। আমরা এখনো অনেক নেতাকর্মী আছি। আমরা সব মরে যাই নি।’

শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রসঙ্গেও কথা বলেন জেএসডির সভাপতি। তিনি বলেন, ‘শিশুরা যখন রাস্তায় নেমে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে সরকারের ভিত নাড়িয়ে দিয়েছে সেই সরকার তাদের ওপর নিপীড়ন চালিয়েছে। আরেক দিকে সরকার প্রধান বলেছেন, শিশুরা তাদের চোখ খুলে দিয়েছে।’

গোলটেবিল আলোচনায় নতুন রাজনৈতিক মোর্চা যুক্তফ্রন্টের অন্যতম প্রবীণ সদস্য এবং গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/এসএমএন/একে

আ স ম আব্দুর রব আ স ম রব জেএসডি যুক্তফ্রন্ট সরকার হটানো


বিজ্ঞাপন
সর্বশেষ

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১৪

সম্পর্কিত খবর