Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নীতি নির্ধারণী পর্যায়ে তরুণদের প্রত্যাশার প্রতিফলন থাকতে হবে’


১ সেপ্টেম্বর ২০১৮ ১৬:১৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ‘গত ১০ বছরে দেড় কোটি, দেড় কোটি করে মোট তিন কোটি নতুন ভোটার হয়েছেন। এটি দেশের মোট ভোটারের প্রায় ৩০ শতাংশ অর্থাৎ প্রতি তিনজন ভোটারের মধ্যে একজন তরুণ ভোটার। তাই সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে এই নতুন ভোটারদের তথা যুবকদের প্রত্যাশার প্রতিফলন থাকতে হবে।’

শনিবার (১ সেপ্টেম্বের) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সিনিয়র ফেলো ও আয়োজক সংঠনের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন।

ড. দেবপ্রিয় বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে জাতীয় পর্যায়ে যেসব কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছি তার নেতৃত্ব দেবে আজকের যুবসমাজ। এই যুব সমাজের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষাকে নীতিতে অন্তর্ভুক্ত করতে হবে। তিন কোটি যুব ভোটারদের মনোভাবকে আমাদের বুঝতে হবে, নেতাদেরকে জানতে হবে এবং দেশের কাজে লাগাতে হবে।’

দেবপ্রিয় বলেন, ‘রূপান্তরমুখী এবং অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা এবং নাগরিক সমাজের যথাযথ অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এই লক্ষ্যে দেশের নাগরিক সমাজের উদ্যোগে জুন ২০১৬ সালে গঠিত হয়েছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ। এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য হচ্ছে এসডিজি সর্ম্পকে অংশীজনদের মাঝে সচেতনতা বৃদ্ধি, বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে সরকারের পাশাপাশি সক্রিয় ভূমিকা রাখা এবং এ প্রক্রিয়ার জবাবদিহিতা নিশ্চিত করা।’

বিজ্ঞাপন

এসডিজি বাস্তবায়নে ২০১৬ ও ২০১৭ সালে বাংলাদেশে দুইটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে জানিয়ে তিনি বলেন, “আগামী ১৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে ‘যুব সম্মেলন-২০১৮,বাংলাদেশ ও এজেন্ডা ২০৩০- তারুণ্যের প্রত্যাশা’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে মূল উদ্দেশ্য হচ্ছে, গ্রাম ও শহর এলাকায় বসবাসরত যুবকদের মাঝে এসডিজি‘র বিভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা, জাতীয় উন্নয়ন সর্ম্পকে যুবকদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা তুলে ধরার জন্য ক্ষেত্র প্রস্তুত করা এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ে নীতিবিষয়ক বিষয়ে যুবকদের মতামত কার্যকরভাবে তুলে ধরা।’

প্রাক সংবাদ সম্মেলনে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘২০৩০ সালের মধ্যে জাতিসংঘে ঘোষিত টেকসই উন্নয়ন (এসডিজি) অর্জনে অনান্য দেশের মতই কাজ শুরু শুরু করেছে বাংলাদেশ। নাগরিক প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য হচ্ছে, এসডিজি বাস্তবায়ন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখা, স্বচ্ছতা ও নিশ্চিতকরণের মাধ্যমে এই প্রক্রিয়াকে কার্যকর ফলপ্রসূ করা। এসডিজি বাস্তবায়নে তরুণদের এগিয়ে আসতে হবে। এটি বাস্তবায়ন করা না গেলে আমাদের তরুণ সমাজই বেশি ক্ষতিগ্রস্ত হবেন।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আয়োজক সংগঠনের আহ্বায়ক শাহীন আনাম, অ্যাকশন এইডের ম্যানেজার নাজমুল আহসান, ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার মো. আজাদ রহমানসহ প্রমুখ।

তারা বলেন, ‘এবারের যুব সম্মেলনে অসম্প্রাদায়িক, বৈষম্যমুক্ত সমাজ গড়ে দেশকে এগিয়ে নিতে হলে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে।’ এসময় উগ্রবাদের বিরুদ্ধে যুবসমাজ, প্রযুক্তি উদ্ভাবনে এবং মাদকের বিরুদ্ধে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন: আসলে কোন ‘ঢাকা’?

সারাবাংলা/জিএস/এমও

সিপিডি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর