Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাল শুরু হচ্ছে বাণিজ্যমেলা


৩১ ডিসেম্বর ২০১৭ ০৮:৫৩ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৭:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা : একমাসের বাণিজ্য মেলা আগামীকাল শুরু হচ্ছে। এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি বেশিরভাগ স্টল। সরেজমিনে দেখা গেছে কোনো কোনো স্টলে মালামাল উঠানো শুরু হলেও এখনো শেষ হয়নি অনেক প্যাভিলিয়নের নির্মাণকাজ।

কাজ চলছে শিশু কর্ণারেও। সবুজের আবহ দিতে বাণিজ্য মেলা প্রাঙ্গণে ঢুকেছে ট্রাক ভর্তি ফুলের গাছ। গাছগুলোকে সতেজ রাখতে চলছে পরিচর্যাও। নিজেদের পণ্য দর্শনার্থীদের সামনে তুলে ধরতে স্টল আর প্যাভিলিয়নে পুরোদমে কাজ করছে ওইসব প্রতিষ্ঠানের কর্মচারীরা। আজ বিকেলের মধ্যেই পরিষ্কারসহ মেলা প্রাঙ্গণের পুরো কাজ শেষ হবে বলে জানিয়েছে রফতানি উন্নয়ন ব্যুরো।

বিজ্ঞাপন

প্যাভিলিয়নগুলোর কর্মচারীরা জানান, প্রধান ফটকের পুরো কাজ রোববার সন্ধ্যার মধ্যেই শেষ হবে। বঙ্গবন্ধু প্যাভিলিয়নেও চলছে শেষ মুহূর্তের তুলির আচড়। আর শিশু কর্ণারে শোভা পাচ্ছে নৌকার আদলে তৈরি দোলনা। আছে চড়কগাছও। সেখানে শেষ সময়ের কাজে ব্যস্ত কাঠ মিস্ত্রিরা।

বিভিন্ন স্টল আর প্যাভিলিয়ন ঘুরে দেখা গেছে, কোন কোন স্টলে মালামাল উঠানো হয়েছে। দর্শনার্থীদের সামনে সেগুলো আকর্ষণীয়ভাবে তুলে ধরতে শেষ মুহুর্তের কাজে ব্যস্ত ওইসব প্রতিষ্ঠানের কর্মচারীরা। আবার কোন কোন স্টলের কাজ শেষ হলেও ভেতরে একদম ফাঁকা। মেলার ভেতরে কোথাও কোথাও শত মানুষের জটলা। পুরো প্রাঙ্গণকে পরিপাটি করে তুলতে এখন যেন শেষ মুহূর্তের তোড়জোড়।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সদস্য সচিব মো. আব্দুর রউফ সারবাংলাকে বলেন, ‘আজ বিকেলের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে। এখন ফিনিশিং টাচ চলছে, তাই মেলা প্রাঙ্গন আমরা এখনো পরিষ্কার করতে পারিনি।’ তিনি বলেন, ‘এবার মেলায় ভিন্ন আঙ্গিক আনার চেষ্টা করা হয়েছে। ভেতরে বেশ ফাঁকা রাখা হয়েছে। মেলার দুই প্রান্তে সুন্দরবন ইকো পার্কের আকৃতি দেয়া হয়েছে। আছে শিশু কর্ণার আর অর্কিড বাগান।’

সারাবাংলা/ইএইচটি/জেডএফ

বাণিজ্যমেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর