Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির সমাবেশ: ক্ষতির মুখে মার্কেটগুলো


১ সেপ্টেম্বর ২০১৮ ১৬:২৯

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বিএনপির সমাবেশের কারণে রাজধানীর নয়াপল্টন এলাকার মার্কেটগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, `অধিক লোকের কারণে মূল গেট বন্ধ করে বসে থাকতে হচ্ছে। এতে সারাদিন বেচাকেনা বন্ধ থাকে।’

শনিবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে সিটি হার্ট শপিং কমপ্লেক্সসহ নয়াপল্টন এলাকার সড়কের দুই পাশের মার্কেটগুলোর মূল গেটে তালাবদ্ধ অবস্থায় বন্ধ পাওয়া যায়।

আবুল কালাম আজাদ নামে এক ব্যবসায়ী বলেন, ‘বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক নেতাকর্মীর সমাগম হয়েছে। এদের অনেকেই মার্কেটের ভেতরে অবস্থান করে। সব ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই মার্কেটের মূল গেট বন্ধ করা হয়েছে।’

আব্দুল মান্নান নামে গাজী ভবন শপিং সেন্টারের এক ব্যবসায়ী বলেন, ‘সমাবেশ শেষ হলে মূল গেট খুলে দেওয়া হবে। একটা সমাবেশ ঘিরে কত কিছুই ঘটতে পারে সেজন্য ঝুঁকি না নিয়ে মূল গেট বন্ধ রাখা হয়েছে। সমাবেশ ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই নেতাকর্মীরা রাস্তা দখল করে নেয়। যার ফলে আজ একেবারই বেচা-বিক্রি হয়নি।’

সিটি হার্টসহ আশেপাশের বেশির ভাগ মার্কেট বন্ধ থাকলেও পুলিশ ওয়েলফেয়ার (পলওয়েল) মার্কেট খোলা রেখে কর্তৃপক্ষ। তবে বেশি লোকজন অযথা যাতে মার্কেটের ভেতর প্রবেশ করতে না পারে সেজন্য নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা সতর্কবস্থায় আছেন।

আকবর আলী নামে এক নিরাপত্তা রক্ষী বলেন, ‘স্যারদের নির্দেশনা আছে মার্কেট খোলা রেখেই পাহারা দিতে। অনেক মার্কেটের গেট লাগানো থাকলেও পলওয়েল মার্কেটের গেট খোলা রয়েছে। তবে আমরা সতর্ক রয়েছি।’

আরও পড়ুন: নেতাকর্মীর বিপুল উপস্থিতি, সমাবেশ ছাড়িয়েছে সীমানা

সারাবাংলা/ইউজে/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর