Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাগজের বদলে জাহাজে এলো বালি-মাটি


১ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৫৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: কাগজ আমদানির নামে ঢাকার বনানীর প্রগ্রেস ইমপেক্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছে বলে সন্দেহ করছেন চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। কনটেইনারে কাগজের বদলে বালি-মাটি থাকায় এই ঘটনা তদন্তের উদ্যোগ নিয়েছে কাস্টমস।

চীনের তিয়েনজিংগ্যাং বন্দর থেকে ‘হ্যাপি বি’ জাহাজে করে গত ১৮ আগস্ট কনটেইনারটি চট্টগ্রাম বন্দরে আসে। ঘোষণা অনুযায়ী শুল্কসহ মূল্য আসে ১২ লাখ ৯৩ হাজার ৪১০ টাকা। এসময় ৭ লাখ ৮৮ হাজার ৩৭২ টাকা শুল্ক পরিশোধ করা হয়।

কাস্টমস সূত্র জানায়, চীন থেকে ১৯ হাজার ৬৫৬ কেজি ‘ডাবল এ ফোর’ সাইজের কাগজ আমদানির ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। কিন্তু শনিবার (১ সেপ্টেম্বর) আমদানিকারক প্রতিষ্ঠানের বুকিং দেওয়া কনটেইনার খুলে পাওয়া গেছে মাটি বা বালি জাতীয় পদার্থ।

কাগজের বদলে মাটি-বালি এনে প্রতিষ্ঠানটি বিদেশে অর্থপাচার করেছে বলে মনে করছেন চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার দায়িত্বে থাকা উপ কমিশনার মো. নূর উদ্দিন মিলন

নূর উদ্দিন মিলন সারাবাংলাকে বলেন, ‘এসএজেড নামে চট্টগ্রামের একটি সিএন্ডএফ প্রতিষ্ঠান গত ২৮ আগস্ট কনটেইনার থেকে পণ্য খালাসের উদ্যোগ নেয়। কিন্তু গোপন সূত্রে ঘোষণা বর্হিভূত পণ্য আমদানির সংবাদ পেয়ে কাস্টমস কর্তৃপক্ষ পণ্য খালাস স্থগিত ঘোষণা করে।’

শনিবার কনটেইনারটির কায়িক পরীক্ষা হয়। এতে কাগজের বদলে বিপুল পরিমাণ মাটি ও বালি জাতীয় পদার্থ পাওয়া যায়। নমুনা রাসায়নিক পরীক্ষার মাধ্যমে সেগুলো খনিজ পদার্থ কিনা নিশ্চিত করা হবে বলে জানান এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

নূর উদ্দিন মিলন আরও বলেন, ‘আমাদের ধারণা বিদেশে অর্থপাচার করা হয়েছে। একটি কমিটি গঠনের মাধ্যমে এই অর্থ পাচারের ঘটনা খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে। কমিটি গঠন প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/আরডি/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর