দেউলিয়া আ.লীগের কাছ থেকে জনগণ দূরে সরে গেছে: ফখরুল
১ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৩০
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: নয়া পল্টনে বিএনপির সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আগে আওয়ামী লীগ দাবি করত তাদের সঙ্গে তরুণ সমাজ আছে। কিন্তু এখন এই তরুণ-যুবকরা চায় এই দুঃশাসনের পাথর যেন তাদের বুকের ওপর থেকে সরে যায়।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। জনগণ এখন তাদের কাছ থেকে দূরে সরে গেছে।’
নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘রাস্তায় ছোট ছোট ছেলে মেয়েরা নেমেছিল। আপনারা দেখেছেন কীভাবে তাদের হেলমেট পরে নির্যাতন করা হয়েছে। রিমান্ডে নেওয়া হয়েছে।’
উসকানির অভিযোগে ফটোগ্রাফার শহিদুল আলমকে গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, ‘শহিদুল আলম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন শিল্পী। তাকে গ্রেফতার করে মারতে মারতে রিমান্ডে নেওয়া হয়েছে।’
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে সরকারের পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘সরকারের মধ্যে এখন বিএনপিভীতি কাজ করছে। এই ভীতি থেকে বাঁচার জন্য তারা ইভিএম নিয়ে আসছে।’
সারাবাংলা/একে
আওয়ামী লীগ জাতীয়-নির্বাচন নয়াপল্টন বিএনপি মির্জা ফখরুল ইসলাম