Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিসরের সাবেক প্রেসিডেন্ট মুরসির কারাদণ্ড


৩১ ডিসেম্বর ২০১৭ ১০:৪১

সারাবাংলা ডেস্ক

মিশরের একটি আদালতের বিচারককে আপমানের অভিযোগে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিসহ ১৯ জনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, শনিবার কারাদণ্ডের এই রায় দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, কায়রো ক্রিমিনাল আদালত আরো পাঁচ জনের বিরুদ্ধে বিচার ব্যবস্থা ও বিচারকদের অপমান করায় ৩০ হাজার মিসরীয় পাউন্ড জরিমানা করা হয়েছে। এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন তারা।

এর আগে ২০১৬ সালে এক হত্যা মামলায় মুরসিকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুরসি ২০১৩ সালে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন।

সারাবাংলা/এমএইচটি

মুরসি_কারাদণ্ড

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর