Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে ৪০ হাজার ইয়াবাসহ আটক ৬


১ সেপ্টেম্বর ২০১৮ ১৮:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকা থেকে ৪০ হাজার ইয়াবাসহ একটি নিরাপত্তা কোম্পানির ৬ জনকে আটক করেছে র‌্যাব-১০।

শনিবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তথ্যটি সারাবাংলাকে নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর অপারেশন কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী।

আটককৃতরা হলেন- জেসমিস বেগম (২৫), সাজিদুর রহমান সাজ্জাদ (৪২), হাবিবুর রহমান (৪৫), ইউনূছ মণ্ডল (৫০), ইমরান (৩০) ও সিফাত (১৮)। তারা সবাইস ‘এসআইএসএস’ (SISS) নামের একটি সিকিরিউরিটি কোম্পানিতে কাজ করেন।

র‌্যাব-১০ এর অপারেশন কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী সারাবাংলাকে বলেন, ‘টেকনাফ থেকে বিপুল পরিমান ইয়াবা নিয়ে যাত্রাবাড়ী থেকে সাভার হয়ে দিনাজপুর যাওয়া হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।’

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা SISS নামে একটি সিকিরিউরিটি কোম্পানিতে কাজ করে বলে জানিয়েছে। তবে তাদের কোম্পানি ভুয়া বলে জানিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা। এ বিষয়ে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

সারাবাংলা/এসএইচ/এমও

ইয়াবা

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর