Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল রুটে ফ্লাইট শুরু করল নভোএয়ার


১ সেপ্টেম্বর ২০১৮ ১৯:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। প্রথম ফ্লাইটটি শনিবার বিকেলে সাড়ে ৩টায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানিয়েছে নভোএয়ার কতৃপক্ষ।

আজ শনিবার (১ সেপ্টেম্বর) নভোএয়ার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। সংস্থাটি জানায়, সপ্তাহে চার দিন সোম, বুধ, শুক্র ও শনিবার বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান সংস্থাটি।

বরিশাল রুটের সর্বনিম্ন ভাড়া (একমুখী) ২ হাজার ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফ্লাইটটি ঢাকা থেকে বিকেলে সাড়ে ৩টায় বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বরিশাল থেকে বিকেলে ৪টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

বিজ্ঞাপন

নভোএয়ার শনিবার থেকে যশোর ও রাজশাহী রুটেও ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে। যশোর রুটে প্রতিদিন ৪টি ও রাজশাহী রুটে প্রতিদিন একটির পাশাপাশি মঙ্গল, বৃহস্পতি ও রোববার আরও ১টি করে ফ্লাইট পরিচালনা করবে।

এ ছাড়া বর্তমানে প্রতিদিন চট্টগ্রাম, সৈয়দপুর, কক্সবাজার, যশোর, রাজশাহী, সিলেট এবং কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।

সারাবাংলা/জেএ/এমআই

নভোএয়ার বরিশাল রুট