Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোট আর টাকা লুটের প্রকল্প ইভিএম: মান্না


১ সেপ্টেম্বর ২০১৮ ১৯:২০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের মাধ্যমে টাকা ও ভোট— দুই-ই লুট করা হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এই প্রকল্পকে ভোট আর টাকা লুটের প্রকল্প বলে অভিহিত করেন তিনি।

তিনি বলেন, ‘ভোট ডাকাতি করার জন্য ইভিএম মেশিন প্রকল্প নিয়েছেন, যন্ত্রপাতির জন্য আগেই এলসি খুলে বসে আছেন। একনেকের অনুমোদন নেই, কোনো মন্ত্রিসভার বৈঠক নেই— কী করে এলসি খুললেন? কীভাবে অনুমোদন দিলেন? এটা ফোর-টুয়েন্টির ব্যাপার। এরা সব লুটেরা, লাখ-লাখ, কোটি-কোটি টাকা লুট করেছে। এটা একটা লুটের প্রকল্প। একইসঙ্গে টাকাও লুট করবে, ভোটও লুট করবে।’

শনিবার (১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, বর্তমান অপশক্তিকে সরিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। সেজন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত আছি।

তিনি আরও বলেন, ‘গত রাতে ডিবি পুলিশের একটি দল আমার বাসায় গিয়েছিল। তাদের সঙ্গে  বাসার ইন্টারকম দিয়ে কথা বলেছি। আমি তাদের বলেছি, যদি আমাকে গ্রেফতার করতে আসেন, তাও পরিষ্কারভাবে বলুন। এরপর তারা জবাব দেন, ওপরে কথা বলে আপনাকে জানাচ্ছি। সারারাত জেগেই ছিলাম। কিন্তু তারা আর ফোন করেনি। এগুলো তো হয়রানি ছাড়া আর কিছু নয়।

নাগরিক ঐক্যের আহ্বায়ক আরও বলেন, এই সরকারের সময় ২২ মাস জেল খেটেছি। সাত দিন রিমান্ড নির্যাতনের শিকার হয়েছি। আমি আর সরকারের কাছ থেকে পালিয়ে থাকব না। কারও কাছে বিচারও চাইব না। কারণ দেশে ন্যায়বিচার নেই, গণতন্ত্র নেই। ন্যায়বিচার থাকলে গুম-খুন-আপহরণ হতো না। আর প্রধান বিচারপতিকে কান ধরে দেশের বাইরে পাঠিয়ে দিতে পারত না। আর গণতন্ত্র তো অনেক আগেই শেষ হয়েছে। এখন চলছে মাস্তানতন্ত্র। পুলিশ হচ্ছে দেশের বড় মাস্তানদের চেয়েও বড় মাস্তান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/টিআর

নাগরিক ঐক্য মাহমুদুর রহমান মান্না যুক্তফ্রন্ট

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর