ইয়াবা সম্পৃক্ততা: গ্রেফতার এসআই কারাগারে
১ সেপ্টেম্বর ২০১৮ ১৯:২৫
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ইয়াবা চালানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার হওয়া পুলিশের উপপরিদর্শককে (এসআই) বদরুদ্দোজা মাহমুদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শনিবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম রবিউল ইসলাম ভূঁইয়া এই আদেশ দেন।
চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) বিজন কুমার বড়ুয়া সারাবাংলাকে বলেন, যেহেতু রিমান্ডে নেওয়ার কোনো আবেদন ছিল না, আদালত বদরুদ্দোজা মাহমুদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আটক করা একটি ইয়াবা চালানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর বদরুদ্দোজা মাহমুদকে শুক্রবার (৩১ আগস্ট) রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নগরীর খুলশী থানা পুলিশ।
জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়ার পর চট্টগ্রামের মিরসরাই থানায় দায়ের হওয়া মামলায় শনিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
নগরীর হাই লেভেল রোডের বাসায় তল্লাশি করে বদরুদ্দোজাকে জিজ্ঞাসাবাদের জন্য খুলশী থানায় নেওয়া হয়েছিল বলে জানায় পুলিশ।
বদরুদ্দোজা সম্প্রতি ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ থেকে বদলি হয়ে চট্টগ্রাম নগর পুলিশে যোগ দেন। পরবর্তী পদায়নের জন্য তিনি নগর পুলিশ লাইনেই সংযুক্ত আছেন।
শুক্রবার (৩১ আগস্ট) মিরসরাইয়ের নিজামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি ট্রাক থেকে ২৯ হাজার ২৮৫ টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাক চালক মো. মোক্তার (২৪) ও তার সহকারী মো. সজীব ওরফে বাবুকে (১৯) গ্রেপ্তার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকে বহনকারী একটি ফাইল কেবিনেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ফাইল কেবিনেটে একটি ডায়েরি পাওয়া যায়, যেখানে এসআই বদরুদোজা মাহমুদের বিপি নম্বরসহ সিল ও মোবাইল নম্বর, ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ লেখা সিল আছে। এছাড়া চালকের কাছ থেকে ওই পুলিশ কর্মকর্তার ভিজিটিং কার্ডও পাওয়া গেছে।
তবে এ সংক্রান্ত মামলার এজাহারে বিষয়টির উল্লেখ থাকলেও বদরুদ্দোজাকে আসামি করা হয়নি।
সারাবাংলা/আরডি/এমআই