ধর্ষণের আলামত পাওয়া গেছে, অনেকটা সুস্থ প্রতিবন্ধী তরুণী
১ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৪৬
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
টাঙ্গাইল: চলন্ত বাসে ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী এখন অনেকটা সুস্থ। মেডিকেল টেস্টে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন টাঙ্গাইলের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ণ চন্দ্র সাহা।
শনিবার (১ সেপ্টেম্বর) দুপুরে তিনি সারাবাংলাকে বলেন, ২৮ বছর বয়সী ওই বুদ্ধি প্রতিবন্ধী তরুণী শুক্রবার (৩১ আগস্ট) দুপুর সোয়া ২টায় আমাদের কাছে ভর্তি হয়। এখন সে শারীরিকভাবে আগের চেয়ে অনেকটা সুস্থ। একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসার দায়িত্বে রয়েছে। প্রথমে সে তার নাম ছাড়া আর কিছু বলতে পারেনি। তবে পরে সে আমাদের জানিয়েছে, তার বাড়ি কুষ্টিয়ার মিরপুর থানার পুরিপাল গ্রামে।
তিনি বলেন, মেডিকেল টেস্টে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাকে হাসপাতালের ৩ নম্বর গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। ওই বিভাগের প্রধান ডা. রেহানা বেগম মেডিকেল টেস্ট করেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) কবিরুল হক ওই প্রতিবন্ধী তরুণীকে টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে হাজির করে সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানোর আবেদন করেন। আদালত তাকে গাজীপুরের পুবাইলে সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।
শুক্রবার সন্ধ্যায় ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে গ্রেফাতার ওই বাসের হেলপার (চালকের সহকারী) নাজমুল (২৫) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আশিকুজ্জামান নাজমুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জবানবন্দিতে নাজমুল জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১০টার পর প্রতিবন্ধী তরুণী টাঙ্গাইল নতুন বাস টার্মিনাল থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত রুটে জলা যশোর-ব-৪৪২ বাসে ওঠেন। গন্তব্যে পৌঁছানোর আগেই অন্য যাত্রীরা নেমে গেলে একা পেয়ে বাসচালক আলম তাকে ধর্ষণ করেন। এ সময় নাজমুল বাসের দরজায় দাঁড়িয়ে থেকে পাহারা দেন।
পুলিশ জানিয়েছে, আলম খন্দকারকে (৪৫) গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে। আলমের বাড়ি ভূঞাপুর গ্রামে। তার বাবার নাম মৃত ইন্নছ আলী। নাজমুল একই উপজেলার যমুনা ৩ নম্বর পুনর্বাসন এলাকার আতোয়ার রহমানের ছেলে।
উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে টহল দেওয়ার সময় ওই এলাকার নৈশপ্রহরী শাহ আলমের মাধ্যমে জানতে পারেন- বাসস্ট্যান্ডে একটি বাসের ভেতর নারীর কান্না শোনা যাচ্ছে। খবর পেয়ে তারা প্রতিবন্ধী এক তরুণীকে উদ্ধার করেন। সে সময় বাসের হেলপার নাজমুলকে আটক করা হয়।
শুক্রবার (৩১ আগস্ট) উপ-পরিদর্শক নুরে আলম বাদী হয়ে বাসচালক আলম ও আটক নাজমুলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় চালক আলমের বিরুদ্ধে ওই নারীকে ধর্ষণ এবং সহকারী নাজমুলের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়েছে।
রূপা হত্যা মামলায় ৪ জনের ফাঁসির আদেশ
সারাবাংলা/এটি