Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরিকদের ৭০ আসন দেবে আওয়ামী লীগ


১ সেপ্টেম্বর ২০১৮ ২০:৫৭

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: জোটের প্রার্থীদের জন্য ৬৫ থেকে ৭০ আসন ছেড়ে দেওয়ার চিন্তা-ভাবনা আছে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পদক এবং  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১ সেপ্টম্বর) বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মন্ডলীর এক সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির কাছে ৩ প্রশ্ন কাদেরের

তিনি বলেন, এ মাসেই আমাদের কার্যক্রম পুরোপুরি শুরু করবো। জোট নিয়েও আমরা পরোক্ষভাবে আলাপ আলোচনা করেছি। যারা আমাদের এত দিনের শরিক তাদের বিষয় নিয়ে কথা বলেছি। অনেকে আসতে চাচ্ছে তাদের সঙ্গেও কথা-বার্তা বলতে শুরু করেছি।’

আমাদের জোটে আলাপ-আলোচনা চলছে উল্লেখ করে তিনি বলেন, এ মাসের শেষ দিকে ফাইনাল শেইপ দেবো। বেশিদুর গেলে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত যেতে পারে। আমাদের জোটের জন্য ৬৫ থেকে ৭০ সিট ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে। এখানেও কথা আছে এটা কোনো বাইন্ডিং-এর বিষয় না। ভালো প্রার্থী হলে আমরা অ্যাক্সেপ্ট করবো। উইনেবল প্রার্থীকে আমরা মনোনয়ন দেবো। এলায়েন্সের যেকোনো দলেরই হোক আমরা তাদের এক্সসেপ্ট করবো। প্রার্থী উইনেবল হলে আমরা মনোনয়ন দেবো।’

‘দেশের সর্বশেষ অবস্থা এবং আমাদের সংগঠনের সাংগঠনিক অবস্থা নিয়ে আজকের সম্পাদকমন্ডলীর সভায় আলাপ আলোচনা করেছি। জেলা পর্যায়ে তৃণমূলে আমাদের পার্টির অবস্থা নিয়ে আমরা আলোচনা করেছি। সামনে ট্রেনে করে দেশের উত্তরাঞ্চলে যাওয়ার প্ল্যান রয়েছে আমাদের।’

সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, দীপু মণি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএমএইচ/এমআই

ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর