দ্বি-বার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি
১ সেপ্টেম্বর ২০১৮ ২০:৫৬ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০১৮ ২১:০৫
।। সারাবাংলা ডেস্ক ।।
ঢাকা: ১৮তম দ্বি-বার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর শুভ উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি প্রদর্শনীর উদ্বোধন করেন।
সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মাসব্যাপী এই প্রদশর্নী চলবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও সম্মানিত অতিথি হিসেবে ১৮তম এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ-২০১৮ এর পর্যবেক্ষক প্রফেসর এমিরেটাস তেতসুইয়া নোদা উপস্থিত ছিলেন।
জুরি বোর্ডের সভাপতি শিল্পী শাহাবুদ্দিন আহমেদ পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ এসময় শিল্পীদের হাতে পুরষ্কার তুলে দেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. নাসির উদ্দিন আহমেদ। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- থাইল্যান্ডের সংস্কৃতি মন্ত্রাণালয়ের ভাইস মিনিস্টার চাওয়েরাত কাসেতসান্তর্ন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
এছাড়াও উপস্থিত ছিলেন দেশি-বিদেশি বরেণ্য শিল্পী, সাংস্কৃতিক ব্যাক্তি এবং একাডেমি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
সারাবাংলা/এমও