Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব নজিবুর


৩১ ডিসেম্বর ২০১৭ ১০:৫০

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা :  জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমানকে প্রধানমন্ত্রীর ‍মুখ্যসচিব পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রোববার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা কাউনাইন।

এতদিন মুখ্যসচিবের দায়িত্বে থাকা কামাল আবদুল নাসের চৌধুরীর মেয়াদ আজ শেষ হচ্ছে। ফলে নজিবুর রহমান তার স্থলাভিষিক্ত হচ্ছেন।

১৯৮২ নিয়মিত ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নজিবুর রহমান অভ্যন্তরীণ সম্পদ বিভাগে আসার আগে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।

এর আগে তিনি জাতিসংঘ স্থায়ী মিশনের ইকোনমিক মিনিস্টার এবং ইউএনডিপির সহকারী আবাসিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রয়াত স্পিকার হুময়ুন রশীদ চৌধুরীর একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৬০ সালে সুনামগঞ্জের ছাতকে জন্মগ্রহণ করা এই সরকারি কর্মকর্তা লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে।

২০১৯ সালের ৩০ ডিসেম্বর তিনি চাকরি থেকে অবসরোত্তর ছুটিতে যাবেন।

সারাবাংলা/একে

 

নজিবুর রহমান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর