Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড্ডায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০


২ সেপ্টেম্বর ২০১৮ ১৯:১৩

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর বাড্ডা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ ১০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। এদের কেউ মাদকসেবী আবার কেউ মাদক ব্যবসায়ী রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মধ্য বাড্ডা, দক্ষিণ বাড্ডা, মেরুল বাড্ডা ও সাঁতারকুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ কমিশনার ওবায়দুর রহমান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বাড্ডা এলাকায় একটি অভিযান চালানো হয়। ঈদের পর অনেকেই সুযোগ নিয়ে মাদক বিক্রি করছে আবার কেউ সেবন করছে। এজন্য এই অভিযান চালানো হয়। অভিযানে ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা ও ৩৫০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়। একই সাথে ১০ জনকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, ‘বাড্ডা থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও ডগ স্কোয়াড অভিযানে অংশ নেয়। ঈদের পর এটি প্রথম মাদকবিরোধী অভিযান। মাদক নির্মূল করতে ডিএমপির অন্যান্য এলাকাতেও অভিযান অব্যাহত থাকবে।’

এছাড়া অভিযানের সময় পরোয়ানাভুক্ত একজন পলাতক আসামিকে গ্রেফতার করে পুলিশ।

সারাবাংলা/ইউজে/এমও

মাদকবিরোধী অভিযান

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর