Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অসাংবিধানিক সরকারের নির্দেশে তারেক রহমানকে গ্রেফতার করা হয়’


৩ সেপ্টেম্বর ২০১৮ ১২:৫৮

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১১তম কারামুক্তি দিবস আজ। সে উপলক্ষ্যে সোমবার (৩ সেপ্টেম্বর) সকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তিনি বলেন, ১/১১তে মঈনুদ্দিন-ফখরুদ্দিনের অসাংবিধানিক সরকারের নির্দেশে ২০০৭ সালের ৭ মার্চ জনাব তারেক রহমানকে গ্রেফতার করা হয়। আটকের পরে তাঁর বিরুদ্ধে চালানো হয় বিভিন্ন অপপ্রচার।

ফখরুল আরও বলেন, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তারেক রহমানকে হেয় করার জন্য রাষ্ট্রশক্তিকে ব্যবহার করা হয়েছিল। অথচ দেশের কোথায়ও তাঁর বিরুদ্ধে কোন অভিযোগ বা মামলা ছিলনা। দিনের পর দিন রিমান্ডের নামে নিষ্ঠুর নির্যাতন করা হয়। পৈশাচিক, শারিরীক অত্যাচারে তাঁকে গুরুতর জখম করা হয় বলে অভিযোগ তোলেন ফখরুল।

ফখরুল বলেন, এক ভয়ঙ্কর রাজনৈতিক অস্থিরতা দেশে বিরাজমান। গুম-খুন, লুট-পাট, আত্মসাৎ ও দখলের মহাসমারহে গণতন্ত্রকে বন্দী করা হয়েছে। বন্দীকরা হয়েছে গণতন্ত্র স্বীকৃত বিরোধী দলের অধিকার, কথা বলা ও সংবাদপত্রের স্বাধীনতা বলেও মন্তব্য করেন।

সারাবাংলা/এসও/জেএএম

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে রুখে দিল নিউক্যাসেল
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৮

সম্পর্কিত খবর