Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যারিজোনায় দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪


৩ সেপ্টেম্বর ২০১৮ ১৩:০৬ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০১৮ ১৩:২১

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া-অ্যারিজোনা সীমান্তের কলরাডো নদীতে দুই  নৌকার মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন বলে জানায় ইউএস টুডে। রোববার(২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সপ্তাহিক ছুটিতে নাগরিকদের আনন্দ ভ্রমণের সময় মোয়াবি রিজিওনাল পার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এরমধ্যে, একটি নৌকায় ১০ জন এবং অন্য নৌকাটিতে ৬ জন অবস্থান করছিলেন।

দুর্ঘটনায় তিন নারীসহ মোট চারজন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তা শেরিফ ডগ শুস্টার। তিনি বলেন, নৌকা দুটির কেউই লাইফ জ্যাকেট পড়েননি। অন্য নৌকায় থাকা মানুষজন দ্রুত কয়েকজনকে উদ্ধার করে।

আহতদের অবস্থা তেমন গুরুতর নয় তবে মাথায় আঘাত পাওয়ায় একজনকে হেলিকাপ্টারে করে ১২০ মাইল দূরত্বে লাস ভেগাসের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সারাবাংলা/এনএইচ

অ্যারিজোনা নৌ দুর্ঘটনা যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর