Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটের হত্যা মামলার ৩ আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার


৩ সেপ্টেম্বর ২০১৮ ১৪:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বাগেরহাট : বাগেরহাটের মোড়েলগঞ্জে কৃষক মোকলেছুর রহমান হত্যা মামলায় দুই ভাইসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মোড়েলগঞ্জ উপজেলার চর হোগলাবুনিয়া গ্রামের দুই ভাই খলিল হাওলাদার (৪৫) ও ইসরাফিল হাওলাদার (৪৫) এবং একই গ্রামের হাসান হাওলাদারকে (২২)।

রোববার (২ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার রামারবাগ এলাকার একটি বাড়ি থেকে এদের গ্রেফতার করা হয়।

মামলার এজাহার থেকে জানা গেছে, গত ১৭ জুন সকাল ১০টার দিকে মোড়েলগঞ্জ উপজেলার চর হোগলাবুনিয়া গ্রামের কৃষক মোকলেছুর রহমানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা আহত করে দুর্বৃত্তরা। বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঘটনার দুইদিন পর ১৯ জুন নিহতের স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে মোড়েলগঞ্জ থানায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮/৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ৩ জুলাই মামলাটির তদন্তভার পিবিআইকে দেওয়া হয়।

বিজ্ঞাপন

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বাগেরহাট  কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের বলেন, ‘আমরা মোকলেছুর  রহমান হত্যা মামলাটির তদন্ত শুরু করলে এ ঘটনায় জড়িত আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের ফতুল্লার রামারবাগ এলাকার অভিযান চালিয়ে দুই সহোদরসহ তিনজনকে গ্রপ্তার করি।’

গ্রেপ্তার তিনজনকে বাগেরহাট পিবিআই কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

সারাবাংলা/এসএমএন

গ্রেফতার বাগেরহাট মোখলেছ হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর