বন্যায় বিপর্যস্ত ভারতের উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ১৬
৩ সেপ্টেম্বর ২০১৮ ১৫:০৯
।। শুভজিৎ পুততুন্ড ।।
কলকাতা থেকে: ভারতের কেরালা, তামিলনাড়ু, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশের সাথে এবার একটানা বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত ভারতের উত্তরপ্রদেশ। বন্যা সেখানে অন্তত ১৬ জানের প্রাণহানি ঘটেছে। বিগত কয়েকদিনর একটানা বৃষ্টির জেরে উত্তর প্রদেশের ৭৫টি জেলার মধ্যে ১৬টি জেলাতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, সোমবার(৩ সেপ্টেম্বর) এবং মঙ্গলবার অব্যাহত থাকবে ভারি থেকে অতি ভারি বর্ষণ। ফলে খুব দ্রুতই উত্তরপ্রদেশের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। বন্যা দুর্গত এলাকায় উদ্ধারকাজ চালাতে সেনাবাহিনীর সাহায্য চেয়েছে উত্তর প্রদেশ সরকার। দুর্গতদের উদ্ধারে বিমান বাহিনী হেলিকপ্টার ব্যবহার করছে।
বন্যা বিপর্যস্ত উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শাহজানপুর ও সীতাপুর জেলা। উত্তর প্রদেশ সরকার সূত্রে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত শাহজানপুরে ৬ জন, সীতাপুরে ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আমেথি, অরাইয়া, ঝাঁসি, ললিতপুর জেলা থেকে উদ্ধার হয়েছে ৭টি মৃতদেহ। এছাড়া, রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ১ হাজার কোটি রুপি।
সারাবাংলা/ এনএইচ
আরও পড়ুন:
ভারতের নাগাল্যান্ডে বন্যায় ১২ জনের মৃত্যু