Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লেও আতঙ্কের কিছু নেই: সাঈদ খোকন


৩ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৫১

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ‘বিগত দুই-তিন বছরের তুলনায় এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেড়েছে, কিন্তু তা উদ্বেগজনক নয়। এতে আতঙ্কিত হওয়ারও কিছু নেই।’

সোমবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটনে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা শনাক্তকরণ ও ধ্বংসে বিশেষ ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন।

ডিএসসিসির মেয়র বলেন, ‘বিগত ২-৩ বছরের তুলনায় ডেঙ্গুর প্রবণতা সামান্য বেড়েছে। আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে বেশি হলেও উদ্বেগজনক বা আতঙ্কিত হওয়ার কিছুই নেই। ডেঙ্গু আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

সাঈদ খোকন বলেন, ‘প্রথম পর্যায়ে আমরা প্রায় ১৫ হাজার বাসা-বাড়িতে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস করেছি। দ্বিতীয় পর্যায়ে ধানমন্ডি ও কলাবাগান এলাকায় ১৭ হাজার বাসাবাড়িতে লার্ভা ধ্বংস করেছি। এই এলাকার প্রায় ৩৭ শতাংশ বাড়িতে ডেঙ্গু মশার লার্ভা পাওয়া গিয়েছিল।’

গতবছর চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বেশি ছিলো, আমরা তা নিয়ন্ত্রণ করেছি জানিয়ে মেয়র সাঈদ খোকন বলেন, ‘এবছর চিকুনগুনিয়া নেই। হাসপাতাল, গণমাধ্যম ও আমাদের কর্মীদের থেকে পাওয়া তথ্যে এবার কিছুটা ডেঙ্গুর প্রবণতা বেড়েছে। আজ তৃতীয় পর্যায়ে এক যোগে ৫৭টি ওয়ার্ডে পক্ষকালব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু হয়েছে।’

এ সময় তিনি ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে পার্শ্ববর্তী সিটি করপোরেশনগুলোকেও তাদের সঙ্গে একযোগে বিশেষ প্রোগ্রাম হাতে নেওয়ার আহ্বান জানান তিনি।

ক্র্যাশ প্রোগ্রামে উদ্বোধনীতে আরও উপস্থিত ছিলেন- ডিএসসিসির সচিব মো. শাহাবুদ্দিন খান, স্থানীয় কাউন্সিলর কামরুজ্জামান কাজল, হাসিবুর রহমান মানিক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিযার জেনারেল শেখ সালাহউদ্দিনসহ প্রমুখ।

সারাবাংলা/এসএইচ/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর