Monday 30 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদকের চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে আমির খসরুর রিট


৩ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৩৩

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাজিরের নির্দেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (৩ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট সাখায় রিটটি দায়ের করা হয় বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী আব্দুল্লাহ আল মাহমুদ মাসুদ। তিনি জানান, আগামীকাল মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চে এ আবেদনের শুনানির জন্য মোশন করা হবে। আদালত চাইলে কাল শুনানি হবে।

গত ১৬ আগস্ট মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাজির হতে দুই সপ্তাহ সময় দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে চিঠি দেয় দুদক। ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট করেন তিনি। দুদকের চিঠিতে, আমির খসরু মাহমুদ চৌধুরীকে ১০ সেপ্টেম্বর দুদকে হাজির হতে বলা হয়।

চিঠিতে বলা হয়, বেনামে পাঁচ তারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকার অবৈধ লেনদেনসহ মানিলন্ডারিং করে বিভিন্ন দেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যসহ নিজ নামে শেয়ার কেনাসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও অনুসন্ধান করা হচ্ছে।

সারাবাংলা/এজেডকে/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর