Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিবি কার্যালয় থেকে পালিয়ে গেল আসামি, তিন কনস্টেবল বরখাস্ত


৩ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৪৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

চুয়াডাঙ্গা: অস্ত্র ও ডাকাতি মামলার আসামি ডিবি কার্যালয় থেকে পালিয়ে যাওয়ায় পুলিশের তিন কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রহমান সারাবাংলাকে জানান, দায়িত্বে অবহেলার কারণে আজ (সোমবার) তিন পুলিশ কনস্টেবল মাসুদ, মহিদুল ও মাহমুদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে বিষয়টি খতিয়ে দেখতে অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহকে প্রধান করে ৪ সদস্যসের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, শনিবার রাতে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া এলাকা থেকে ডাকাতি মামলার আসামি জাহিদ হোসেনকে (৩০) অস্ত্রসহ গ্রেফতার করা হয়। জাহিদ কর্চাডাঙ্গা গ্রামের মকবুল হোসেনের ছেলে।

জিজ্ঞাসাবাদের জন্য রাতে জাহিদকে ডিবি কার্যালয় রাখা হয়। রোববার দিনগত রাতে জাহিদ ডিবি কার্যালয় থেকে কৌশলে পালিয়ে যায়।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর