রাজধানীতে চলছে বিএসটিআইয়ের ভেজাল বিরোধী অভিযান
৪ সেপ্টেম্বর ২০১৮ ১১:৫৩
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় চলছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বিশেষ ভেজাল বিরোধী অভিযান।
আজ সকাল সাতটা থেকে রাজধানীর মিরপুর ১১, পল্লবী, মোহাম্মদপুর, লালমাটিয়া ও মিরপুর ১০ এ অভিযান চলবে। তথ্যটি সারাবাংলাকে নিশ্চিত করেছেন বিএসটিআইয়ের পরিদর্শন কর্মকর্তা ফিরোজ আহম্মেদ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সকাল সাতটা থেকে মিরপুরের পল্লবী ও লালমাটিয়ায় এ অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। এরপর মিরপুর ১০ এ চালানো হবে। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম।
বিএসটিআইয়ের পরিদর্শন কর্মকর্তা সারাবাংলাকে বলেন, ‘আমরা সকাল থেকে এ অভিযান পরিচালনা করছি। একেকটা এলাকা শেষ হলে অন্য এলাকায় যাচ্ছি আমরা। সবগুলো এলাকায় অভিযান চালানো হবে।’
তবে এখনও পর্যন্ত অভিযানে কি পরিমান জরিমানা করা হয়েছে তা কিছু জানান নি তিনি। এ বিষয়ে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
সারাবাংলা/এসএইচ/জেএএম