Sunday 11 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে লেগুনা চলবে না: ডিএমপি কমিশনার


৪ সেপ্টেম্বর ২০১৮ ১২:০৬ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৪০

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীতে কোনো সড়কে লেগুনা চলতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, লেগুনার কারণে সড়কে সবচেয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। সড়কে দুর্ঘটনার অন্যতম কারণও এই লেগুনা। কাজেই রাজধানীতে লেগুনা চলবে না।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে মাসব্যাপী ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, লেগুনার কোনো রুট পারমিট নেই। রাজধানীতে এতদিন যারা লেগুনা চালিয়েছে, তারা অবৈধভাবে তা চালিয়েছে।

তবে কুড়িল পেরিয়ে ৩০০ ফুট সড়ক বা বসিলার মতো শহরের উপকণ্ঠের এলাকাগুলোতে লেগুনা চালানো যাবে বলেও জানান আছাদুজ্জামান মিয়া।

সারাবাংলা/ইউজে/এনএইচ/টিআর

ডিএমপি কমিশনার রাজধানীতে লেগুনা বন্ধ লেগুনা চলবে না

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর