Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খিলগাঁওয়ের ম্যানহোলে মিলল নারীর পঁচা লাশ


৪ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা : রাজধানীর খিলগাঁও দক্ষিণ গোড়ান এলাকার একটি ম্যানহোল থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ সাখাওয়াত হোসেন সারাবাংলাকে জানান, সকালে খিলগাঁওয়ের উত্তর গোড়ানের একটি ম্যানহোলের ভেতর একজন নারীর লাশ পাওয়ার খবর পান তারা। পরে ঘটনাস্থলে গিয়ে নবীনবাগ এলাকার ৪০৯/৩ নম্বর বাসার পাশের ম্যানহোল থেকে অজ্ঞাত ওই নারীর লাশটি উদ্ধার করা হয়।

ওই নারীর মৃতদেহের আংশিক পঁচে গেছে বলে জানান এসআই। তিনি জানান, নীল রঙের সালোয়ার কামিজ পরনে থাকা ওই নারীর মরদেহের গলায় ওড়না প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে ২/৩ দিন আগে অজ্ঞাত কেউ তাকে হত্যা করে মৃতদেহ গুম করার উদ্দেশে ম্যানহোলের মধ্যে ফেলে রেখে গেছে।

বিজ্ঞাপন

লাশ উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। নারীর পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান এসআই।

সারাবাংলা/এসএমএন

অজ্ঞাত নারীর লাশ খিলগাঁও ম্যানহোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর