Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপানে আঘাত হানছে টাইফুন জেবি


৪ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৩১

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

গত পঁচিশ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় টাইফুন ‘জেবি’ জাপানে আঘাত হানতে যাচ্ছে। এটি ক্যাটাগরি-৩ মাত্রার টাইফুন। প্রাণহানি এড়াতে কমপক্ষে দশ লক্ষ লোককে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ওসাকা দ্বীপে অব্যাহত রয়েছে ভারি বৃষ্টিপাত। স্থানীয় সময় বুধবারে(৪ সেপ্টেম্বর) ঝড়টি সেখানে পূর্ণ শক্তিতে বয়ে যেতে পারে। খবর দ্য এক্সপ্রেস।

ঝুঁকি বিবেচনায় দেশটিতে কয়েকশ ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝড়ের প্রভাবে জাপানের পশ্চিমঞ্চলে শক্তিশালী বাতাস ও উঁচু টেউ লক্ষ্য করা গেছে। জাপানের দক্ষিণাঞ্চলে এবং হনশু দ্বীপে মঙ্গলবার ও বুধবার রাতের মধ্যে টাইফুনটি হোক্কাইডো দ্বীপে আঘাত হানবে।

একুয়া ওয়েদার ওয়েবসাইটের বরাতে জানানো হয়, কোচি, তোকিশামা, ওয়াকামমা, নারা এবং মিয়ে অঞ্চলগুলোতে ঝড়ের প্রভাব বেশি থাকবে। জাপানের দক্ষিণ উপকূল ভয়াবহ বন্যায় প্লাবিত হতে পারে।

আবহাওয়াবিদ এডাম ডোটি বলেন, ‘টাইফুনের প্রভাবে উপকূলবর্তী অঞ্চলে বন্যা হলে তা অধিক ক্ষতির কারণ হতে পারে।’ বর্তমানে টাইফুনটির বেগ ঘণ্টায় ৮৬ মাইল। যা মোটামুটি মানের একটি বাড়ির ছাদ উড়িয়ে নিতে সক্ষম।

সারাবাংলা/এনএইচ

জাপান টাইফুন জেবি


বিজ্ঞাপন
সর্বশেষ

‘তুফান’ আসছে হিন্দি ভাষায়
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৯

সম্পর্কিত খবর