Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রহ্মপুত্র নদে ভারতকে বন্যা সতর্কতা জানিয়েছে চীন


৪ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৫৯

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আসামের ব্রহ্মপুত্র নদে বন্যা সতর্কতা জানিয়েছে চীন। অরুণাচল প্রদেশের এমপি নিনোং এরিং বলেন, চীন থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয় এবং বলা হয় ভারি বৃষ্টিতে তাসাংপো ডুবে গেছে, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। উল্লেখ্য, নদটি চীনে তাসাংপো, অরণাচলে সিয়াং ও আসামে ব্রহ্মপুত্র নামে পরিচিত। খবর টাইমস অব ইন্ডিয়া।

রাজ্যটির ইউনিয়ন ওয়াটার রিসোর্সের এক কর্মকর্তা বলেন, চীনের অংশে তাসাংপো নদে পানির প্রবাহ গত দেড়শ বছরের রেকর্ড ভেঙ্গেছে। চীন এ বিষয়ে আমাদের সাথে তথ্য বিনিময় করেছে।

নিনোং এরিং বলেন, অরুণাচল প্রদেশে সম্ভাব্য বন্যা বিষয়ে চীন ভারতকে তথ্য দিয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে ভেবেছি ও স্থানীয় জনসাধারণকে সাবধান করেছি। তিনি বলেন, আমার নিজের গ্রামও বন্যা ঝুঁকিতে রয়েছে।

চীন সরকারের দেওয়া তথ্য মতে, তাসাংপো নদের বিভিন্ন পয়েন্ট থেকে গত বুধবার ৯ হাজার ২০ কিউমিক পানি জমা হওয়ার হিসেব পাওয় যায়।

রাজ্যটির পানি বিষয়ক মন্ত্রণালয়ের থেকে বলা হয়, তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বুঝা গেছে তাসাংপো নদের পানি বৃদ্ধি তেমন কোন ঝুঁকির কারণ হবে না আমাদের জন্য। যদিও চীনে এটি বিপদ।

এই বছর প্রথমবারের মতো চীন ভারতকে নদী বিষয়ে তথ্য জানিয়েছে।

সারাবাংলা/এনএইচ

আসাম চীন বন্যা সতর্কতা

বিজ্ঞাপন

বিদেশ বিভুঁই। ছবিনামা-১
২৪ নভেম্বর ২০২৪ ২৩:০০

আরো

সম্পর্কিত খবর