প্রতিবন্ধীকে ধর্ষণ, বাসের সুপারভাইজার ৪ দিনের রিমান্ডে
৪ সেপ্টেম্বর ২০১৮ ১৮:১৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
টাঙ্গাইল : টাঙ্গাইলে চলন্ত বাসে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ মামলায় গ্রেফতার বাসের সুপারভাইজার এরশাদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পুলিশের করা পাঁচ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম আশিকুজ্জামান এই আদেশ দেন।
রিমান্ডের পক্ষে শুনানি করেন কোর্ট পরিদর্শক আনোয়ারুল ইসলাম। তাকে সহায়তা করেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ।
এর আগে সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতার এরশাদকে ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করে আদালতে পাঠায় পুলিশ। আদালত মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য রাখেন।
গত শুক্রবার এরশাদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে তিনি জানান, বাস চালক আলম খন্দকার মানসিক প্রতিবন্ধী ওই নারীকে বাসের ভিতরে ধর্ষণ করেন। এরশাদ নিজেও ধর্ষণ করেছেন বলেও স্বীকার করেন।
তবে বাসটির চালক আলম খন্দকার পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাত ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে টহলরত পুলিশ দল ওই এলাকার নৈশপ্রহরী শাহ আলমের মাধ্যমে জানতে পারেন যে, বাস স্ট্যান্ডে একটি বাসের ভিতর নারীর কান্না শোনা যাচ্ছে। এ খবর পেয়ে ওই টহলদল বাসটি থেকে প্রতিবন্ধী এক নারীকে উদ্ধার করে। এসময় ওই নারী ধর্ষণের শিকার হয়েছে বলে পুলিশকে জানান। পরে পুলিশ ওই বাসের হেলপার নাজমুলকে আটক করে থানায় নিয়ে যায়। নাজমুলের জবানবন্দীতেউ উঠে আসে চালক ও সুপারভাইজারের নাম।
পরে সোমবার ভোরে কালিহাতী উপজেলার বেনুকুর্শা গ্রাম থেকে বাসের সুপারভাইজার এরশাদকে (৪০) গ্রেফতার করে পুলিশ।
এদিকে টাঙ্গাইল কারাগারে নিরাপদ হেফাজতে থাকা ওই নারীকে সোমবার তার ভাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জিম্মায় দিয়েছেন আদালত। বিকেলেই বোনকে নিজের হেফাজতে নিয়ে চলে যান ওই ভাই।
আরো পড়ুন : ধর্ষণের আলামত পাওয়া গেছে, অনেকটা সুস্থ প্রতিবন্ধী তরুণী
সারাবাংলা/এসএমএন