Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়াসার পানি জারে ভরে বিক্রি: রাজধানীতে তিন কারখানা সিলগালা


৪ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৫৭

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ওয়াসার পানি সরাসরি জারে ভরে ‘পরিশোধিত’ বলে বিক্রি করার অপরাধে তিনটি কোম্পানি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুইটি কোম্পানি মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টা পর্যন্ত প্রায় ৯ ঘণ্টা মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, এদিন (মঙ্গলবার) লালমাটিয়ার নদী ফুড অ্যান্ড বেভারেজ, সেফ ড্রিকিং ওয়াটার ও মিরপুর-২ সেক্টরের ৪ নম্বর সড়কের ৪ নম্বর হোল্ডিংয়ে সোনালী ড্রিকিং ওয়াটার সিলগালা করে দেওয়া হয়। লালমাটিয়ার নদী ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিকে ২ লাখ টাকা ও মিরপুর-১০ নম্বর সেক্টরে তাবাসসুম ড্রিকিং ওয়াটার কোম্পানিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সোনালী ড্রিংকিং ওয়াটার কোম্পানিকে জরিমানা করা না হলেও নিয়মিত মামলা দেওয়া হয়।

ভেজালবিরোধী অভিযানে পানি উত্তোলনের কাজে ব্যবহৃত ‘ওয়াটার পাম্প’ জব্দ করা হয়েছে। কারখানায় ওয়াসার পানির সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। ধ্বংস করে দেওয়া হয়েছে প্রায় ৮শ’ পানির জার।

অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই’র মহাপরিচালক সরদার আবুল কালাম। তিনি বলেন, আমরা গত ছয় মাসে প্রায় ৭৪টি কারখানা সিলগালা করেছি। প্রায় ৩৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ৫৯ জনের নামে মামলা করা হয়েছে- কিন্তু খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ হয়নি। তবে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

সাংবাদিকদের এক প্রশ্নের মো. সারোয়ার আলম বলেন, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়- এ ধরনের অপরাধের সঙ্গে স্থানীয়রা জড়িত থাকে। সে বিষয়টিও আমরা আমলে নিচ্ছি।

সারাবাংলা/এসএইচ/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর