কলকাতায় উড়ালসেতু দুর্ঘটনায় চলছে উদ্ধারকাজ
৫ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৩৭ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০১৮ ১২:৫২
।। শুভজিৎ পুততুন্ড ।।
কলকাতা থেকে: ভারতের পশ্চিমবঙ্গে উড়ালসেতু দুর্ঘটনায় উদ্ধারকাজ অব্যাহত আছে। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে শহরতলীর আলীপুর এলাকায় ‘মাঝেরহাট ব্রিজ’ নামক উড়ালসেতু ভেঙ্গে পড়ে। দুর্ঘটনায়, সরকারিভাবে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১ জন ও আহত ৩০ জন বলে ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে ১৯ জন এসএসকেএম ও সিএমআরআই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, ফায়ার সার্ভিস, সেনা ও এনডিআরএফ রাতভর উদ্ধার অভিযান চালালেও মেট্রোরেলের নিখোঁজ দুই কর্মী গৌতম মণ্ডল ও উদয় দে’র সন্ধান মিলেনি। ধারণা করা হচ্ছে তারা স্লাবের নিচে চাপা পড়ে আছেন। মুর্শিদাবাদ থেকে তাদের স্বজনরা দুর্ঘটনাস্থলে এসেছেন ও ধ্বংসস্তূপের পাশে অপেক্ষা করছেন।
নিখোঁজ গৌতমের এক নিকটাত্মীয় জানান, তার ভগ্নিপতি গৌতম প্রায় দুবছর ধরে এখানে কাজ করছে। ব্রিজ ভেঙ্গে পড়েছে খবর পেয়ে তিনি এখানে এসেছেন তবে এখনো গৌতমের কোন সন্ধান পাননি।
এদিকে, মাঝেরহাট ব্রিজ ধস নিয়ে জনস্বার্থ মামলা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। স্থানীয় সময় বুধবার সকাল ১০.৩০ মিনিটে হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ব্রিজ তৈরি ও রক্ষণাবেক্ষণ বিষয়ে জনস্বার্থ মামলা করতে অনুমতি চান হাইকোর্টের আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায়। আদালত তাকে অনুমতি দেয়।
সারাবাংলা/এনএইচ
আরও পড়ুন:
কলকাতায় ভেঙে পড়েছে উড়ালসেতু, নিহত ১