শাহ আমানত থেকে ৬ কেজি স্বর্ণ জব্দ
৫ সেপ্টেম্বর ২০১৮ ১০:১০
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আলাদা দুটি ফ্লাইটে মধ্যপ্রাচ্য থেকে আসা দুজন যাত্রীর কাছ থেকে প্রায় ছয় কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে ওই দুই যাত্রীকে।
বুধবার (৫ সেপ্টেম্বর) সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমান এবং মাসকাট থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটের দুই যাত্রীর কাছে এসব স্বর্ণ পাওয়া গেছে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের সহকারি কমিশনার মাহবুবুর রহমান সারাবাংলাকে জানান, ভোর ৬টায় ইউএস বাংলার ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করে। ওই ফ্লাইটে আসা গিয়াস উদ্দিন নামে এক যাত্রীর লাগেজ তল্লাশি করে ৪৮টি স্বর্ণের বার পাওয়া গেছে। এর ওজন ৫ কেজি ২৪৮ গ্রাম। দাম আনুমানিক সোয়া দুই কোটি টাকা।
তিনি জানান,ইউএস বাংলার ফ্লাইটে করে একজন স্বর্ণের বার আনছিল বলে আগেই খবর ছিল। ফ্লাইট অবতরণের পর কাস্টমসের কর্মকর্তারা সেখানে তল্লাশি করে গিয়াসকে আটক করেন এবং স্বর্ণের বারসহ লাগেজটি জব্দ করেন।
এরপর সকাল ৭ টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে আসা রবিউল নামে আরেক যাত্রীর কাছে পাওয়া গেছে ৩২টি স্বর্ণের তার। ওজন প্রায় ৭৬২ গ্রাম। রবিউলকেও আটক করা হয়েছে বলে জানিয়েছেন এই কাস্টম কর্মকর্তা।
সারাবাংলা/আরডি/এসএমএন