বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন সালাম মুর্শেদী
৫ সেপ্টেম্বর ২০১৮ ১২:৩৫
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
খুলনা: খুলনা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক কৃতী ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে খুলনা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও খুলনা-৪ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, গত ২৬ আগস্ট মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে শুধুমাত্র সালাম মুর্শেদী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ২৮ আগস্ট বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ হয়। মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
এর আগে উপনির্বাচনের রিটার্নিং অফিসারের দফতর থেকে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী, জাতীয় পার্টির এস এম আনিসুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী সাবেক সেনা কর্মকর্তা মেজর ডা. শেখ হাবিবুর রহমান। তবে সালাম মুর্শেদী ছাড়া অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। মঙ্গলবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
এ অবস্থায় অন্য কোনো প্রার্থী না থাকায় এবং বিকাল ৫টা পর্যন্ত সালাম মুর্শেদী তার প্রার্থিতা প্রত্যাহার না করায় সালাম মুর্শেদীকেই সংসদ সদস্য হিসেবে ঘোষণা দেন নির্বাচন কমিশন।
জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ বলেন, সালাম মুর্শেদীকে নিয়ে আমরা আশাবাদী। তিন উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তার তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। ঢাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের সাথে তিনি জড়িত ছিলেন। তিনি চাইলে জেলাতেও অনেক অবদান রাখতে পারেন।
আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘আমি দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার পাশাপাশি রূপসা-তেরখাদা-দিঘলিয়া উপজেলার মানুষের উন্নয়ন করতে চাই। সুখে দুঃখে তাদের পাশে থাকতে চাই।’
উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে খুলনা-৪ (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) আসনটি শুন্য হয়। এ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ২০ সেপ্টেম্বর।এ আসনে মোট ভোটার তিন লাখ ৩৮ হাজার ২১০ জন
সারাবাংলা/এমএইচ